Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রায়ে প্রমাণিত তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ষড়যন্ত্রমূলক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঐতিহাসিক এই রায়ে প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এই রায়ে প্রমাণ হলো- আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।’

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হল যে, তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

চতুর্থবারের আয়োজন
১ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭

আরো

সম্পর্কিত খবর