মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ট্রলি ও মোটরসাইকেল সংর্ঘষে মোটরসাইকেল আরোহী সজিব হোসেন (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেতুলবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব তেতুলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার ফুলবাস আলীর ছেলে ও তেতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই আরিফুল ইসলাম বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ট্রাক্টরের যন্ত্রপাতি আনতে বাজারে যাচ্ছিলো। পথে তেতুলবাড়িয়া ব্রিজের কাছে পৌঁছলে ট্রলির সঙ্গে সংর্ঘষ গুরুতর আহত। স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।