রামপাল বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি’র বিচারের দাবিতে মানববন্ধন
১ ডিসেম্বর ২০২৪ ২১:১৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ২১:১৯
ঢাকা: নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও রামপাল বিদ্যুৎকেন্দ্রর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী আবসার উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা মঞ্চ।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানবন্ধনে এমন দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজী আবসার উদ্দিন আহমেদ রামপাল বিদ্যুৎকেন্দ্রর নির্মাণের সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার আশ্রয় প্রশ্রয়ে ভারতীয় কোম্পানি পুরাতন যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রটি নির্মাণ করেছে। রামপাল ঠিকমতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। কিন্তু ঠিকই পূর্ণমাত্রায় কেন্দ্রটির ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করতে হচ্ছে। এতে করে কেন্দ্রটি প্রতিদিন অন্তত তিন কোটি ৪০ লাখ টাকার মতো বেশি নিয়ে যাচ্ছে। চুক্তির পুরো সময়ে যার পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৪ হাজার কোটি টাকা।
বক্তারা বলেন, রামপাল কেবল সুন্দরবনেরই ক্ষতি করেনি। বরং কেন্দ্রটি বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দেবে। ভারতীয় স্বার্থ রক্ষার কারণে আবসার উদ্দিন ভারতে গেলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কীভাবে দেশের একজন মন্ত্রী বা পদস্থ কোন ব্যক্তি না হলেও কেবলমাত্র একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে এই সংবর্ধনা দেয়া হলো।
বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার একমাস আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বাসায় আবসার স্বপরিবারে দাওয়াত খেয়ে এসেছেন। আবসারকে অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি ভারতীয় স্বার্থ দেখতে কী পরিমাণ অর্থ নিয়েছেন -এতে তা বোঝা যাবে।
মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব ডিকে সোলায়মান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র–জনতা মঞ্চ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সুন্দরবনের পাশে পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষতির প্রধান কারিগর কাজী আবসার উদ্দিন এখনও বহাল তবিয়তে রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় ভারতীয় কোম্পানিকে একপাক্ষিক সুবিধা দিয়ে বাংলাদেশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছেন। পুরানো ও অকার্যকর যন্ত্রাংশ ব্যবহার করে কেন্দ্রটি নির্মাণের সুযোগ তিনি ভারতীয় কোম্পানি ভেল–কে দিয়েছেন, যার ফলে এই কেন্দ্রটি এখন দেশের কাঁধে একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জাকির সুমন ও যুগ্ম আহ্বায়ক ওয়ারিফুল ইসলাম নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জিএস/আরএস