Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৬ লাখ ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২২:২৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২০

ঢাকা: অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। যদিও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্যে এরই মধ্যে নিবন্ধন করেছেন সাড়ে ১৩ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা। রোববার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, এবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া পড়েছে। এই ধারা অব্যাহত থাকবে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র দাখিল বা আপলোড করতে হয় না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করতে করদাতাদের কাছে থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি করদাতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

বিজ্ঞাপন

এনবিআর আরও জানায়, এরই মধ্যে সব তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠা, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধি, আয়কর আইনজীবী এবং প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজস্ব আহরণকারী এই প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

সেইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয় এর সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আয়কর রিটার্ন ছয় লাখ টপ নিউজ দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর