রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের চম্পকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযাগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানায়, চম্পকনগর এলাকার আক্কাসের বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তৎক্ষণে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।