Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগ সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২৩:১৪

বিচার বিভাগ সংস্কার কমিশনের মতবিনিময় সভা

ঢাকা: দেশে বিচার প্রক্রিয়া সহজীকরণ, মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের ভূমিকা ও বিচারাঙ্গণে বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধানে অংশীজনের সঙ্গে মতবিনিয়ম সভা করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কমিশন প্রধান এবং সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক।

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপণ এবং সাবেক জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।

এ সময় বিচার বিভাগ সংস্কার কমিশন ও অংশীজনদের মধ্যে বিচারপ্রক্রিয়া সহজীকরণ, মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের ভূমিকা, বিচারাঙ্গনকে নারী ও শিশুবান্ধব করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত সহায়তা কার্যক্রমকে কার্যকর করা এবং বিচারাঙ্গনে বিচারপ্রার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়।

এছাড়াও অংশীজনরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ এবং সৎ ও যোগ্য পিপি এবং জিপি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালার প্রস্তাব করেন। একইসঙ্গে মামলার জট নিরসনে উন্নত মামলা ব্যবস্থাপনা, আদালতে তথ্যপ্রযু্িক্তর ব্যবহার বৃদ্ধি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন। নারী ও শিশু এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য যাতে বিচার ব্যবস্থা সহজগম্য হয় সেরূপ সংস্কারের প্রস্তাবও করেন অংশীজনরা।

বিজ্ঞাপন

সভায় জাতীয় মহিলা সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন, বাংলাদেশ এনভাইরনমেন্টার লইয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, অধিকার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স এসোসিয়েশন, বি-স্কাান, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রূপান্তর, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, নারীপক্ষ, এসিএলএবি, আইপিডিএস, হিউম্যানিটি ফাউন্ডেশন, ইউএনডিপি, ইউএন ওমেন, ইউএনএইচসিআর, ইউএনওডিসি, সেফটি এনড রাইটস সোসাইটি ইস দি ন্যাশনাল কলসালটেশন ও আইওএম অংশ নেয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিচার বিভাগ সংস্কার কমিশন মতবিনিময় সভা

বিজ্ঞাপন

ফের কমলো সোনার দাম
১ ডিসেম্বর ২০২৪ ২২:৩২

আরো

সম্পর্কিত খবর