Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে ‘ইউএনসিসিডি কপ-১৬’ শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১১:১০

আজ থেকে শুরু হচ্ছে ইউএনসিসিডি এর ১৬তম কপ সম্মেলন

আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের কনভেনশন টু ডেজার্ট ফিকেশন (ইউএনসিসিডি) এর ১৬তম অধিবেশনের কনফারেন্স অফ দ্য পার্টিজ বা কপ সম্মেলন।

সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় রাজধানী রিয়াদের বুলেভার্ড রিয়াদ সিটি প্লেনারি হলে কপ-১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মেলনটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের মূল উদ্দেশ্য এবং ভূমি-সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্বগুলো উপস্থাপন করা হবে। এই বছরের থিম ‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ভূমি ও খরা স্থিতিস্থাপকতার উন্নয়ন এবং জলবায়ু ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্ট ফিকেশন (ইউএনসিসিডি)। এটি রিও কনভেনশন নামেও পরিচিত যা জাতিসংঘের তিনটি প্রধান চুক্তির একটি।

 

সারাবাংলা/এসডব্লিউ

ইউএনসিসিডি কপ-১৬ সৌদি আরব

বিজ্ঞাপন

আসিফ আলতাফের ‘ব্যাকুল হৃদয়’
১১ ডিসেম্বর ২০২৪ ২০:৪০

আরো

সম্পর্কিত খবর