Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুল সমর্থকদের যে কারণে ‘৬ আঙুল’ দেখালেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১০:১৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২০

ম্যাচের পর গ্যালারির উদ্দেশ্যে ৬ আঙ্গুল দেখান পেপ

টানা ৬ ম্যাচে জয়হীন থাকায় এমনিও বিধ্বস্ত ছিলেন তিনি। লিভারপুলের মাঠে ২-০ গোলের হারে টানা ৭ ম্যাচ জয়ের দেখা পেলেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় হঠাৎ লিভারপুল সমর্থকদের দিকে নিজের ৬ আঙুল তুলে কিছু একটা ইশারা করেছেন সিটি কোচ। পরে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলছেন, তাকে বরখাস্ত করার স্লোগান শুনেই এমনটা করেছেন তিনি।

নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ৭ ম্যাচে জয়ের স্বাদ পেলেন না গার্দিওলা। লিভারপুলের মাঠে হারের পর অ্যানফিল্ডের দর্শক তাকে লক্ষ্য করে কিছু একটা বলায় নিজের ৬ আঙুল তুলে ইশারা করেছেন পেপ। সিটির হয়ে তার ৬টি লিগ শিরোপা আছে, এমনটাই বুঝাতে চেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

গার্দিওলা বলছেন, লিভারপুল সমর্থকদের এমন আচরণ অপ্রত্যাশিত ছিল, ‘পুরো স্টেডিয়াম যেন আমাকে বরখাস্ত করতে চাইছিল! এটা ব্রাইটনের বিপক্ষে ম্যাচ থেকেই শুরু হয়েছে। হয়তো আমাদের এমন হালের কারণে তাদের দাবি সঠিক। তবে আমি এখনো হয়তো ক্লাবের দায়িত্বে আছি কারণ আমার ৬টি লিগ শিরোপা আছে! আমি অ্যানফিল্ডে এমন আচরণ আশা করিনি। লিভারপুল সমর্থকরা কেনো এটা করল জানি না। তবে এটাকে খেলার অংশ হিসেবেই মেনে নিয়েছি। তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে।’

সিটিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। তবে এই দুর্দশা কাটিয়ে উঠতে শূন্য থেকে সবকিছু শুরু করতে চান পেপ, ‘টানা ৭ ম্যাচে জয় না পাওয়া বড় ব্যাপার। আমরা একদমই ভালো খেলছি না, এটা স্বীকার করে নিতে হবে। আমি শূন্য থেকে সবকিছু শুরু করতে চাই। ফুটবলারদের উপর আমার ভরসা আছে। দেখা যাক মৌসুম শেষে আমরা কোথায় অবস্থান করি।’

বিজ্ঞাপন

লিভারপুলের কাছে হেরে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে নেমে গেছে সিটিজেনরা।

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর