Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় যাত্রী বোঝাই নৌকা ডুবে নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১০:০৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১১:১০

নাইজেরিয়ায় যাত্রী বোঝাই নৌকা ডুবে নিহত ৫৪

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও মানুষ। গত শুক্রবার (২৯ নভেম্বর) প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে নাইজার নদীতে একটি নৌকা ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নৌকা ডুবে যাওয়ার ঘটনার পরে নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, এতে আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ থাকতে পারে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে বেশিরভাগ যাত্রীকেই লাইফ জ্যাকেট ছাড়া উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের খোঁজে ডুবুরিরা এখনও নদীতে অনুসন্ধান চালাচ্ছেন। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হন।

সারাবাংলা/এসডব্লিউ

নাইজেরিয়া নৌকাডুবিতে মৃত্যু পশ্চিম আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর