চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. মামুন (৪০) সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিরোধ হয়েছিল। সেটার সমাধান করতে দুপক্ষ সালিশ বৈঠকে বসেছিল। সেই বৈঠকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হয়েছেন।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/এসডব্লিউ