Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১২:৩০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামু বাহিনীর প্রধান কামু গ্রেফতার

গাজীপুর: মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের শীর্ষ সন্ত্রাসী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

গোপন সূত্রে জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) ভোরে গাজীপুর মহানগরীর বাঘেরবাজার এলাকার সাবাহ্ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচা-কেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় ১টি, সরকারী সম্পত্তি দখলের অভিযোগে ১টি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ এরশাদনগর এলাকায় কামু ও আনোয়ার বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেকেই হাতাহত হন। এরপর থেকেই আত্মগোপনে চলে যায় কামু।

কামুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টিরও বেশি মামলা চলমান আছে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামু (৫৩) টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার মো. আকবর আলী মুন্সি জানান, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

তবে এখনও নিখোঁজ রয়েছেন আনোয়ার গ্রুপের প্রধান টিভি আনোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর মঞ্জু ও মইজুদ্দিন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ

টঙ্গী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর