প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবারের মতো হাতছানি দিচ্ছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ। আজ তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আইরিশদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬।
আগের ম্যাচের মতো আজও ব্যর্থ আয়ারল্যান্ড ওপেনার সারা ফোর্বস। অ্যামি হান্টারও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষ ম্যাচে এসে রানের দেখা পেলেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস, করেছেন ফিফটি। এতে অবশ্য দলীয় সংগ্রহ আগের ম্যাচকেও টপকাতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুশোও ছুঁতে পারেনি আইরিশরা।
টসে জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় ইনিংসের ষষ্ঠ ওভারে। ওপেনার সারা ফোর্বস বোল্ড হন ব্যক্তিগত ৫ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি হয় লুইস-অ্যামির। সেই জুটিতেই লড়াইয়ে খানিকটা ফেরে আয়ারল্যান্ড।
৪০ বলে ২৩ রান করে রাবেয়ার বলে অ্যামি ফিরলেও ফিফটি পেয়েছেন লুইস। তৃতীয় উইকেট জুটিতে অরলা প্রেন্ডারগাস্টের সাথে যোগ করেছেন আরো ৪০ রান। তবে ফিফটি ছোঁয়ার পর আর ইনিংস লম্বা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ফাহিমার নিচু হয়ে আসা বলে প্লেড অন হয়ে স্টাম্প খুইয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ৫২ রানে।
ইনিংসের শেষদিকে বড় রান পাননি কোনো আইরিশ ব্যাটারই। শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ৬২ রানের ব্যবধানে। ফাহিমা তিনটি, সুলতানা ও নাহিদা নেন দুটি করে উইকেট।