Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে


১৩ জুন ২০১৮ ০৯:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ: হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৩ জুন) সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।দু’পাড়ের ফসলি জমি ও গাছপালা তলিয়ে গিয়ে খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার কারণে নদী হঠাৎ করে মঙ্গলবার পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়। সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন জরুরি দুর্যোগ মাকাবিলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খোয়াই নদীর কোন স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে মেরামত করা হবে বলে জানান এ কর্মকর্তা।

খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেইট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর