Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়রার প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:১১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিতে (বায়রা) চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাণিজ্য সচিবকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

বায়রার নির্বাচন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। পরে এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক।

সে রিটের শুনানির পর গত ৫ নভেম্বর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তফসিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বায়রা আবেদন করে। সেই আবেদন শুনানি শেষে গত ১১ নভেম্বর হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্টেটাসকো) দেন আপিল বিভাগ।

সর্বশেষ গত ১৯ নভেম্বর স্থিতাবস্থা বজায় রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

সারাবাংলা/কেআইএফ/ইআ

প্রশাসক নিয়োগ বায়রা নির্বাচন হাইকোর্ট নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর