মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্য ও তার সহযোগীদের মারধরে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা মো: সোলায়মান হোসেন। তিনি ওই ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি। এ ঘটনায় অভিযুক্ত কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আওয়ামী লীগ নেতা তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এঘটনায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
পুলিশ ও স্থানীয় জামায়াত সূত্রে জানা গেছে, রোববার (১ ডিসেম্বর) বিকেলে তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে মাদ্রাসায় ছাত্র ভর্তির কথা বলে ডেকে নিয়ে বেড়ধক পেটানো হয় তাকে। সোলায়মানের আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনার পর রোববার (১ ডিসেম্বর) রাতেই আহত জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ৬ জনকে মূল আসামী ও আরো ও অজ্ঞাত ১০/১২ জনের নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামীরা হলেন কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লা, রিফাত, সজল, তারেক, স্বপন ও জাসদ নেতা সোলায়মান খান।
মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, মামলার পরপরই রোববার (১ ডিসেম্বর) রাতেই মামলার প্রধান আসামী ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সোমবার (২ ডিসেম্বর) সকালে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে স্থানীয় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান জেলা জামায়াত নেতৃবৃন্দ।