Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে জিকা ভাইরাসের ১১, চিকুনগুনিয়ার ৬৭ রোগী শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩

রাজধানীর মহাখালীর স্বাস্থ্যভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং চলাকালে

ঢাকা: সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর সারাদেশে ১১ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেছে। এছাড়া ৬৭ জনের চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর স্বাস্থ্যভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদ।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ডেঙ্গুর পাশাপাশি দেশে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। তবে জিকা ও চিকনগুনিয়া নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশের ক্ষেত্রেই কোনো লক্ষণই দেখা দেয় না। এছাড়া এই রোগে মৃত্যু হার শূন্য।

তবে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে বলে উল্লেখ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

সারাবাংলা/এসবি/এসডব্লিউ

চিকুনগুনিয়া জিকা ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর