সচেতনতার অভাবে ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে
২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩
ঢাকা: হাসপাতালে দেরিতে আসার ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যু বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
তিনি বলেন, জটিল পরিস্থিতিতে না পড়লে ডেঙ্গু আক্রান্ত রোগীরা সাধারণত হাসপাতালে আসছে না। এই দেরি করার কারণে রোগী খুব অল্প সময়ে শকে চলে যাচ্ছে। রোগীর পেটে ও ফুসফুসে পানি আসছে। এমন একটা সময়ে তারা হাসপাতালে আসছেন, যখন আর তাদের জন্য কিছু করা যাচ্ছে না।
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর স্বাস্থ্যভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ডা. মো. আবু জাফর বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা যাচ্ছে ঢাকায়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছর। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধদের মৃত্যুহার তুলনামূলক বেশি। এর কারণ হলো ডেঙ্গু হলে মানুষ গুরুত্ব কম দিচ্ছে, তাই মৃত্যুটা বাড়ছে।
তিনি বলেন, সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না। তথ্যানু্যায়ী ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় শহরের কর্মক্ষমরা বেশি আক্রান্ত হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। আমরা মৃত্যুর কারণ জানার জন্য ডেথ রিভিউ শুরু করছি। আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি। সঠিক সময়ে হাসপাতালে আসলে এবং চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব।
ডা. জাফর বলেন, ২০২৩ সালের তুলনায় এবছর ডেঙ্গু সংক্রমণ কম থাকলেও এবছর ডেঙ্গু আক্রান্তর দিক থেকে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অন্যদিকে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে মারা গেছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়ে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও রোগটিকে গুরুত্ব না দেওয়ায় তুলনামূলক মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, আমার তথ্য অনুযায়ী যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই এক থেকে দুই দিনের মাঝে মারা যাচ্ছে। একেবারে ক্রিটিকাল অবস্থায় আসছে। রোগীরা প্রাথমিক অবস্থায় এলে এই অসুবিধা হতো না।
উল্লেখ্য, দেশে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩৫১ জন। এর মাঝে ৮৮ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪৯৪ জন।
সারাবাংলা/এসবি/ইআ