Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হলো

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

ঢাকা: গুমের ঘটনায় ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের আগামী ২০ ফেব্রুয়ারি ফের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত র‍্যাবের দুই কর্মকর্তা হলেন– সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

সোমবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২০ ফেব্রুয়ারি তাদের আবারও ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। যাদের গুম করা হয়েছিল সেই ভিকটিমরা এসে আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো।

তিনি বলেন, আজ তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। ট্রাইব্যুনালের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে আবার হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে।

এর আগে,  ২৮ নভেম্বর গুম এবং গুমের পর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের তারিখে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকারি কর্মকর্তা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর