Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর জোড়া খুনের জেল পলাতক আসামির হুমকি !

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩

নরসিংদী: জোড়া খুনের আসামি মো. সাইফুল ইসলাম জেল থেকে পালিয়ে বাদিকে হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত সিরাজ উদ্দিনের পরিবার।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মনোহরদীর উপজেলার দৌলতপুর গ্রামে বাদির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, প্রতিবেশী নাছিমার মেয়ে নাদিয়া ও রেনুজা বেগম মেয়ে তামান্না স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। ২০২২ সালে ৫ জুন বিকেলে মাদরাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়াকে ছুরতা পাতা লাগিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন রাতে নাছিমা, তার বোন তাছলিমা ও ভাগিনা সাইফুল ধারালো অস্ত্র নিয়ে তামান্নার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ভাই রাকিব ও তার বাবা সিরাজ উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রাকিব মারা যান। গুরুতর আহত সিরাজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর সিরাজ উদ্দিন মারা যায়।

ঘটনার পর মো. সাইফুল ইসলাম (২৪), তার মা নাছিমা বেগম (৪২), খালা তাসলিমাকে (৪০) আসা করে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন কারাভোগের পর তাসলিমা ও নাছিমা জামিনে বের হলেও সাইফুলের জামিন হয়নি। গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি সাইফুল। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সাইফুল, তার মা নাছিমা এবং খালা তাসলিমা মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এসময় মামলা তুলে নিতে অস্বীকার করায় হত্যার হুমকি দিয়েছে। হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

রেনুজা বেগম বলেন, স্বামী-সন্তানকে হারিয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। তারা আমাকে ও আমার দুই মেয়েকে হত্যার হুমকি দেয়। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন এবং সরকারের কাছে স্বামী-সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। দ্রুত জেল পলাতক সাইফুল ও সহযোগিদের গেফতারের দাবি জানাই।

সারাবাংলা/এসআর

জেল পলাতক আসামির হুমকি জোড়া খুনের আসামি সাইফুল নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর