Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট কার্ডের সুদের হার বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬

বাংলাদেশ ব্যাংক। ছবি: সারাবাংলা

ঢাকা: ক্রেডিট কার্ডের সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ক্রেডিট কার্ড গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ সুদ নিতে পারবে। এতদিন সর্বোচ্চ সুদের সীমা ছিল ২০ শতাংশ।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। নতুন এ নির্দেশনা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ সুদহার যৌক্তিক এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে– ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণের নির্দেশনা রয়েছে। সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে, এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে, ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলোর ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনায় আরও বলা হয়, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করত মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য. দেশে ক্রেডিট কার্ড সেবাপ্রদানে শীর্ষে রয়েছে দি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও স্ট্যান্ডার্ড-চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলোর পক্ষ থেকে গভর্নরের কাছে ক্রেডিট কার্ডের সুদহার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদহার সীমা ৫ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর