জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত
২ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮
ঢাকা : ‘লেটস গ্রো টুগেদার ফর এ বেটার ফিউচার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট ২০২৪।
রোববার (০১ ডিসেম্বর) সীতাকুন্ডের বাড়বকুন্ডের জেএমআই এলপিজির মাদার টার্মিনাল-১-এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশ থেকে ২০০ জন এলপিজি ডিস্ট্রিবিউটির, ৭০ জন অটোগ্যাস স্টেশন মালিক ও জেএমআই এলপিজি এবং গ্রুপের কর্মকর্তাদের নিয়ে দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রকল্পে জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও থাইল্যান্ড এর যৌথ বিনিয়োগ রয়েছে।
অনুষ্ঠানে পরিবেশকরা তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের সমস্যা এবং সুষ্ঠভাবে এই ব্যবসা এগিয়ে নিতে নানা ধরণের নির্দেশনা ও মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের, আমরা বিজনেস পার্টনার হিসেবে স্বীকৃতি দিতে এই সম্মেলন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। এই দীর্ঘ যাত্রায় তারা আমাদের পাশে ছিলেন শক্তি ও এগিয়ে চলার প্রেরণা হয়ে।
তিনি বলেন, ড্রিস্টিবিউটাররা হচ্ছেন ব্যবসার প্রাণ। ড্রিস্টিবিউটাররা যদি শতভাগ সক্রিয় থাকেন, তাহলে আমরা বাংলাদেশের শীর্ষ এলপিজি কোম্পানী থেকে নাম্বার ওয়ান এবং সেরা এলপিজি কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেএমআই এলপিজির চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা, ডিরেক্টর হোই কোয়ান কিম, জেএমআই গ্রুপের সিএফও মোঃ জাহাঙ্গীর আলমসহ জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল গ্যাস,এলপিজি, সিলিন্ডারসহ জেএমআই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
সারাবাংলা/ইএইচটি/আরএস