Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ২৩:০৪

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। সোমবার (২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর উত্তম ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক অবস্থা, বাংলাদেশ নিয়ে প্রতিবেশি দেশ ভারত ও অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক গুরুত্ব পায়।

সারাবাংলা/এজেড/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর