Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টা আক্রমণে বাংলাদেশের লিড ১২৮

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ০২:০৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৩

দ্বিতীয় ইনিংসে নেমেই পাল্টা আক্রমণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা

ক্যারিবিয়ান পেসাররা একের পর এক গতিময় বাউন্সার করছেন, সাদমান ইসলাম-মেহেদী হাসান মিরাজরা জবাব দিচ্ছেন দারুণ সব পুল আর হুকে। গুড লেংথের বলে বেশ কয়েকটা লফটেড ড্রাইভ খেলেছেন শাহাদাত হোসেন দীপু। জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসের সাথে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশের বিস্তর ফারাক। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে, পাল্টা আক্রমণে ১২৮ রানের লিড নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১১০/২।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হওয়ার পর পরের ইনিংসে বাংলাদেশ লিড পাবে, ব্যাপারটা ভেবেছেই বা কজন? নাহিদ রানার পাঁচ উইকেট শিকারে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। 

তবে লিড পেলেও শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই জেইডেন সিলসের বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। আজ ব্যাটিং অর্ডারেও এসেছে পরিবর্তন। মুমিনুল হকের বদলে তিনে নামা শাহদাত দীপুও শুরু থেকেই চালিয়ে খেলেছেন। 

সিলস,রোচ-জোসেফদের সামলেছেন বেশ দক্ষ হাতেই। বিশেষত গুড লেংথে পিচ করা বলগুলোতে ছিল তার দারুণ কন্ট্রোল। অবশ্য আলজারি জোসেফের গুড লেংথ ডেলিভারিতেই লফটেড শট খেলতে গিয়ে মিড অফে সিলসের হাতে ক্যাচ দেন এই ডানহাতি। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২৬ বলে ২৮ রান করেন তিনি।

সাদমান শুরুতে রয়েসয়ে খেললেও মিরাজ মাঠে আসতেই শুরু করেন শটস খেলা। সাত চারে ৭২ বলে ৪২ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে গেছেন তিনি। মিরাজের শুরুটাও দুর্দান্ত। টানা চারটি চার মেরেছেন নিজের খেলা প্রথম ওভারে। শামার জোসেফের করা সেই ওভারে শেষ চার দুটো আউট সাইড এজে এলেও প্রথম দুটো মিরাজ মারেন দারুণ দুটো অফ ড্রাইভে। 

দুজনের ব্যাটিং দেখেই মনে হচ্ছিল, টিম ম্যানেজমেন্ট থেকে পরিস্কার বার্তা আছে মেরে খেলার। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ওভারপ্রতি সাড়ে পাঁচ রান রেটে ব্যাট করেছে বাংলাদেশ। ১১৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। সাদমান-মিরাজ মিলে তৃতীয় উইকেটে গড়েছেন ৬২ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর