Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত ফাইফার
নাহিদকে ‘বিশেষ পরিচর্যা’ করার আহ্বান বোলিং কোচের

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮

দুর্দান্ত বোলিংয়ে নাহিদের ফাইফার

অভিষেকের পর থেকেই তার গতির ঝড়ে নতুন আশার আলো দেখছে বাংলাদেশের পেস বিভাগ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরেকবার নিজের জাত চেনালের তরুণ পেসার নাহিদ রানা। জ্যামাইকাতে গতির ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তার ফাইফারের সুবাদেই বড় লিডের ভিত গড়ে তুলেছিল বাংলাদেশ। দিনের খেলা শেষে ৫উইকেতে ২১১ রানে এগিয়ে আছেন মিরাজরা। বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলছেন, ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে নাহিদের বিশেষ পরিচর্যা করতে হবে।

প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বল হাতে ম্যাচের তৃতীয় দিনে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে দল। এর মূল কারিগর নাহিদ। বল হাতে গতির ঝড় তুলে একাই গুড়িয়ে দিয়েছেন ক্যারিবিয় ব্যাটিং লাইনআপ। তার ৬১ রানে ৫ উইকেটের সুবাদেই মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ইনিংসে সামান্য পুঁজি নিয়েও লিড পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

অ্যাডামস নাহিদের এমন বোলিংয়ে দারুণ খুশি, ‘আমাদের দিনটা দারুণ কেটেছে। আমরা লড়াই করতে চেয়েছিলাম, পালটা আক্রমণও। আমরা সেটাই করে দেখিতেছি। বোলাররা যেভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে সেটা এক কথায় দুর্দান্ত। ব্যাটিংও ভালো হয়েছে। আমরা জানতাম নাহিদ জ্বলে উঠবে। ১৫০ কিলোমিটার গতিতে বল করলে সাফল্য আসবেই। সে গত কয়েক মাসে অনেক উন্নতি করেছে।’

নাহিদের মতো তরুণ পেসারদের বাড়তি যত্ন নেওয়ার আহ্বান অ্যাডামসের, ‘সে যখন ফেব্রুয়ারিতে শুরু করে, তখন ছন্নছাড়া ছিল। আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে। এজন্যই সে প্রথম টেস্টে খেলেনি। তাসকিন ও হাসান তাকে সাহায্য করেছে। মিরাজও দারুণ ছিল। নাহিদ ধীরে ধীরে উন্নতি করেছে। আশা করি এটা সে ধরে রাখবে।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর