Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামদর্দ ফাউন্ডেশনের পরিচালককে সংবর্ধনা প্রদান

সারাবাংলা ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ারকে সংর্বধনা

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ারকে সংর্বধনা প্রদান করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া । তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখি দেশের প্রত্যেক মানুষের হামদর্দের সেবা পাবে। সেই স্বপ্ন পূরণে সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার প্রতিষ্ঠানের সেবা ও সহমর্মিতার চেতনা সর্বত্র ছড়িয়ে দেবার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। অনুষ্ঠানে সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক এবং পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

পরিচালক সংবর্ধনা হামদর্দ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর