Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাক চালক ও সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চতুর্থ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারি রিফাত মিয়া (১৮)।

রিমান্ড শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. শাহজাহান সারাবাংলাকে জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা।

ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বা দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর