Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-ছেলে মুখোমুখি, ফুটবলে হতে যাচ্ছে অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬

এফ এ কাপে মুখোমুখি অ্যাশলি ও টাইলার ইয়ং

ডাগআউটে বাবা কোচ, মাঠে খেলছেন ছেলে; এরকম ঘটনা ফুটবল ইতিহাসে কম নয়। কোচ বাবার বিপক্ষের দলের হয়েও খেলেছেন অনেকেই। তবে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ঘটতে যাচ্ছে মজার এক ঘটনা। এভারটন-পিটারবোরো ম্যাচে মাঠেই মুখোমুখি হতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার অ্যাশলি ইয়ং ও তার ছেলে টাইলার ইয়ং।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ইংলিশ ফুটবলার অ্যাশলি ইয়ং খেলেছেন ৭০০ এর বেশি ম্যাচ। ৩৯ বছর বয়সী ইয়ং ২০০৩ সালে ওয়াটফোর্ডে ক্যারিয়ার শুরু করে খেলেছেন অনেক ক্লাবে। সবচেয়ে বেশি ম্যানচেস্টার ইউনাইটেডে ১৯২ ম্যাচে মাঠে নেমেছেন অ্যাশলি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৯ ম্যাচ। বেশ কয়েকটি ক্লাব ঘুরে গত বছর এভারটনে পাড়ি জমিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে অ্যাশলির ছেলেও ছোটবেলা থেকেই খেলছেন ফুটবল। টাইলার আর্সেনালের অ্যাকাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। সেখান থেকে যোগ দেন পিটারবোরো ইউনাইটেডে। কিছুদিন আগেই ইউএফএল ট্রফির ম্যাচ দিয়ে ক্লাবের হয়ে অভিষেক হয় ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।

এফএ কাপের তৃতীয় রাউন্ডের সূচি প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে বাবা-ছেলের মুখোমুখি হওয়ার গল্পটা। ড্র দেখে অ্যাশলি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এভারটন প্রিমিয়ার লিগে খেললেও পিটারবোরো খেলে তৃতীয় বিভাগে।

আগামী ১১ ডিসেম্বর এভারটনের মাঠে মুখোমুখি হবে দুই দল। মিডফিল্ডার ছেলেকে কি আটকাতে পারবেন ডিফেন্ডার বাবা?

সারাবাংলা/এফএম

এফ এ কাপ বাবা-ছেলে মুখোমুখি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর