সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি: সদর দফতর
৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১০
ঢাকা: যেকোনো ধরণের অনাকাঙ্খিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপতৎপরতা এড়াতে বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বোলা হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত ও সতর্ক রয়েছে।
বিজিবি সদর দফতরের পক্ষ থেকে এরইমধ্যে এই সতর্কতা জারি করে সকল ইউনিটকে বার্তা পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সারাদেশের সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে একটি হিন্দুত্ববাদী উগ্রবাদী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে হাইকমিশনে থাকা বাংলাদেশের পতাকা ছিরে ফেলে। এ সময় পুলিশ নীরব দাঁড়িয়ে ছিল।
বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ভাঙ্চুর ও জাতীয় পতাকা ছেড়ার ঘটনায় এরইমধ্যে ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
মঙ্গরবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে প্রতিবাদমুখর হয়ে সকল স্তরের জনগণ প্রতিবাদ করছে। ওই ঘটনায় ভারত সাত জনকে গ্রেফতার করেছে। একইসঙ্গে আগরতলার তিন পুরিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার।
সারাবাংলা/ইউজে/ইআ