Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২

চাঁদপুর: প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সঙ্গে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের (আগরতলা) হামলার ঘটনায় পরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। ইন্ডিয়ার হাইকমিশনারকে তলব করা হবে। যদি তলব না করা হয়ে থাকে, হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ভারতে সহকারী হাইকমিশনে আক্রমণের বিষয়ে প্রশ্ন করলে এম সাখাওয়াত বলেন, আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তারা আমাদের নাগরিক। তাদের ভালো-মন্দ সবকিছু দেখছি। বিভিন্ন মিডিয়া যদি এ ধরনের প্রচার করতে থাকে, আর কেউ যদি ধমকি দিয়ে বাংলাদেশের নিরাপত্তার ওপর হুমকি দেয়- যারা করছে তারা নিজেদের দেশে করছে, দয়া করে এগুলো করবেন না।

তিনি বলেন, আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই। আমরা তাদের প্রতিবেশী। কিন্তু যদি বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকে তাহলে মনে রাখবেন, ১৮ কোটি মানুষের এই দেশ। অন্য ছোটখাটো দেশ আপনাদের আশপাশে যা আছে এটি তা নয়।

তিনি বলেন, আপনারা আমাদের এখানের ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে কথা বলেন। তবে নিজেদের দিকে তাকালেই বোধ হয় ভালো হয়। আগরতলা একদম কাছাকাছি জায়গা। এটি আমরা আশা করিনি, এটি কাম্য নয়। আমরা আমাদের মতো থাকতে চাই। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটি আমরা দেখবো। তাই আমি অনুরোধ করব, গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং উত্তেজনা সৃষ্টি না করে।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ অন্যান্যরা।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর