Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার-ট্রাই সাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯

নাটোর রাজবাড়ির সামনে।

নাটোর: ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে র‍্যালি ও আলোচনা সভা মধ্যদিয়ে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে নাটোর রাজবাড়ি আনন্দ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি আনন্দ ভবনে এসে শেষ হয়। পরে আনন্দ ভবনে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা ও ৪২ জন প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত কুমার প্রসাদ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও প্রতিবন্ধী ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অংশগ্রহণে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে আজ নতুন রূপে পেয়েছি। এ দেশকে প্রতিবন্ধী, নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

সারাবাংলা/এইচআই

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস নাটোর প্রতিবন্ধী

বিজ্ঞাপন

যশোরে ৬ দফা দাবিতে রেল অবরোধ
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫

আরো

সম্পর্কিত খবর