Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে নাহিদা, বড় লাফ ফারজানা-জ্যোতির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

ক্যারিয়ার সেরা সপ্তম অবস্থানে উঠেছেন স্পিনার নাহিদা

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন নাহিদা আক্তার। তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে মেয়েদের ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা সপ্তম অবস্থানে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। ব্যাট হাতে চমৎকার সিরিজ কাটানো ফারজানা পিংকি আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে। 

আজ (মঙ্গলবার, ০৩ ডিসেম্বর) মেয়েদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে তিন ধাপ এগিয়েছেন নাহিদা। মেয়েদের ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এটিই। এর আগে গত মার্চে প্রথম বাংলাদেশি নারী বোলার হিসেবে শীর্ষ দশে জায়গা করে নেন নাহিদা। 

বিজ্ঞাপন

আইরিশদের হোয়াইটওয়াশের এই সিরিজর সর্বোচ্চ উইকেট শিকারি সুলতানা খাতুনেরও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে এই অফ স্পিনার এখন ক্যারিয়ার সেরা ৩১তম অবস্থানে। কেবল এক উইকেট নিয়েও ছয় ধাপ এগিয়ে ৪০ তম অবস্থানে লেগ স্পিনার রাবেয়া খাতুন। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন এগিয়েছেন ১০ ধাপ, র‍্যাংকিংয়ে ৫৭তম। ১৩ ধাপ এগোনো পেসার মারুফা আক্তার ৭৩ নম্বরে। 

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ফিফটি করেছেন ওপেনার ফারজানা পিংকি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ৬ ধাপ এগোনো এই ব্যাটার এখন ১৬তম অবস্থানে। তিন ম্যাচে ৮৬ রান করা অধিনায়ক জ্যোতি আছেন ২৮ নম্বরে, এগিয়েছেন ১১ ধাপ। 

১৬ মাস পর ওয়ানডেতে ফেরা শারমিন আক্তার সুপ্তা হয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ম্যাচে ২১১ রান করেছেন ৭০.৩৩ গড়ে। মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজে ২০০-এর অধিক রান করা প্রথম এই বাংলাদেশি ব্যাটারের র‍্যাংকিংয়ে এখন ৪৩।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

নাহিদা আক্তার নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল শারমিন আক্তার সুপ্তা

বিজ্ঞাপন

কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

আরো

সম্পর্কিত খবর