টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ দল
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯
আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার বাংলাদেশের অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। আগামী ০৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ খেলতে আজ (মঙ্গলবার, ০৩ ডিসেম্বর) সিলেট পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক ঘণ্টার ব্যবধানে সিলেট গিয়েছে আয়ারল্যান্ড দলও।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দলকেই নেয়া হয় টিম হোটেলে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ০৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ০৭ ও ০৯ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। শেষটির সময় সকাল ১০টা।
গতকাল আইরিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ছয় বছর পর ফিরেছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। দুই বছর পর দলে ডাক পেলেন ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার সুপ্তা। সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন তিনি। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে চোটে পড়া সাথী রাণীর জায়গায় ক্ষুদ্র ফরম্যাটের দলে ফিরলেন এবার। বাদ পড়লেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন দিশা বিশ্বাস। স্কোয়াডে তার বদলে এসেছেন সানজিদা আক্তার মেঘলা।
আসন্ন এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে মারফা আক্তার ও সুলতানা খাতুনকে। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা।
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।
সারাবাংলা/জেটি