Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১০ জন শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাবির অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ফারাহ জাহান শুচি, ওসামা রাফিদ, তাহসিন নাওয়ার প্রাচি, হুসাইন আজমল প্রান্ত, রাফিজ খান, মেহেদী হাসান, তানজির হোসেন, মেহনাজ লামিশা, সাইমা সুলতানা, নিগার সুলতানা।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্মরণে প্রতিবছর সাংবাদিকতা বিভাগের সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএধারী ১০ শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আজকে যারা বিজয়ী হলেন, তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে অর্জন করেছ। যারা পুরস্কৃত হয়েছে তোমাদের দায় অনেক বেশি। সিতারা পারভীন জীবন পেয়েছিলেন ৫২ বছর। এ স্বল্প সময়ে তিনি এমনকিছু অবদান রেখে গেছেন তা অতুলনীয়। আমরা প্রতিদিন তার অবদানকে দেখি।

তিনি বলেন, বিশেষত আমাদের তরুণ বন্ধুদের কথা মাথায় রেখে বলছি। তিনি দিল্লি গেলেন তবে পড়াশোনা শেষ করতে পারলেন না।পরে তিনি পৃথিবী ব্যাপি বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে। আজকে আমরা সিতারা পারভীনকে স্বরণ করছি। তার পাশে সার্ব অবস্থায় থাকবার জন্য ধন্যবাদ আহাদুজ্জামান স্যারকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান। ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি শেষ হয়। সঞ্চালনায় ছিলেন ড. সাইফুল হক।

সারাবাংলা/এআইএন/ইআ

বিজ্ঞাপন

কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

আরো

সম্পর্কিত খবর