আরও ২ সচিব ওএসডি, পদায়ন ২ জনের
৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৭
ঢাকা: সরকারের আরও দুই সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে দুই জনকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৩ ডিসেম্বর) এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ রফিকুল ইসলামকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী করা হয়েছে। এর আগে, তিনি বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
আরেক প্রজ্ঞাপনে অর্থ বিভাগের উপসচিব মো. হাবিবুল্লাহকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. তরিকুল আলম এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বনিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওএসডি) করা হয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম