Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫০০

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

ডেঙ্গু ওয়ার্ড, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সারাবাংলা

ঢাকা: সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০৪ জন।

এছাড়া, বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৬৮৬ জন। এর মাঝে ৯০ হাজার ৬২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৩৬৭ জন ও নারী ২৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মাঝে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দু’জন মারা গেছেন। খুলনা বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকার হাসপাতালে মারা গেছেন দুই জন। আর বরিশাল বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকায় মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫০৪ জন। এর মাঝে ৫১ দশমিক ৪ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৩ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় েডঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৫৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৫৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর