বেনাপোল দিয়ে ভারত গেলেন ইসকনের ৭৫ সদস্য
লোকাল করসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩১
৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩১
বেনাপোল: বেনাপোল স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর ৭৫ জন সদস্য ভারতে প্রবেশ করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের প্রবেশ করেন তারা। ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার ও দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন সদস্যরা ভারতে যাবার জন্য আসেন। বিকেল সাড়ে ৫ টায় তারা ভারতে প্রবেশ করেন।
ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন সদস্য ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় তারা বলেন, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন সদস্যের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।’
সারাবাংলা/এইচআই