Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিশ্চিত জীবন: সাহায্যের হাত বাড়ালে বেঁচে যাবে আরিফুলের প্রাণ

সারাবাংলা ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ২০:৪৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯

আরিফুল ইসলাম (৩৮) হেপাটাইটিস বি ভাইরাস (লিভারের রোগে) আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা বন্ধ। পারছেন না ওষুধ কিনতে। নেই ঘরে চাল-ডাল। চলাফেরার শক্তি হারিয়ে তিনি এখন চরম অসহাত্বে দিন পার করছেন।

অনিশ্চিত জীবন আর অভাব-অনটনকে সঙ্গী করে বেঁচে আছেন তিনি। অসুস্থতায় চরম দুর্দিনে থাকা এ যুবক স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে থাকার আকুতি করছেন। চাইছেন সহযোগীতা। সবাই সাহায্যের হাত বাড়ালে বেঁচে যাবে তার প্রাণ।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে মাওনা সলিং মোড়ের চান মিয়ার টিনশেড বাড়ির এক কক্ষে স্ত্রী-মেয়েকে নিয়ে বসবাস করছেন আরিফুল। দুই মাসের ঘর ভাড়া বাকী পড়েছে। মুদি দোকানেও দেনা। ওষুধ নেই, করছেন রক্তবমি। তবুও স্ত্রী ও মেয়েকে নিয়ে বেঁচে থাকার ব্যাকুলতা তার।

খুলনার দৌলতপুর উপজেলার আড়ংঘটার বাসিন্দা আরিফুল ইসলাম। ঢাকার খিলক্ষেতের একটি প্রতিষ্ঠানের লিফটম্যান ছিলেন। অল্প বেতন হলেও ভালোই চলছিল সংসার। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে তার উপর্জন বন্ধ হয়ে গেছে। চিকিৎসার অভাবে এখন তার অনিশ্চিত জীবন। আরিফুলের শরীরের শক্তি ফুরিয়ে আসছে। উঠে দাঁড়াতে পারছেন না। লিভারে পানি জমেছে, ফুলে গেছে শরীর।

গত বছর আরিফুলের ধরা পড়ে রোগ। গ্রামের এক কাঠা জমি বিক্রি করে বিগত দিন চিকিৎসা খরচ চালিয়েছেন। এখন তিনি সহায় সম্বলহীন। কিছুই নেই তার। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ঘরে চাল-ডাল না থাকায় ঠিক মত মুখে খাবারও উঠছেনা। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাচ্ছে তার।

আরিফুল ইসলাম বলেন, মেয়ের জন্য বাঁচতে চাই, সুস্থ হতে চাই। আমি মরে গেলে আমার মেয়েকে দেখবে কে? মেয়েটির জন্য আরও কিছুদিন বাঁচতে চাই। আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা ও সবার দোয়া-সহযোগীত চাই।

বিজ্ঞাপন

হৃদয়বান মানুষের কাছে সহায়তা চান আরিফুল ইসলাম। তার পাশে দাঁড়াতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- ০১৬৭৪-২৮২২৫৭ (বিকাশ)।

সারাবাংলা/এসআর

অনিশ্চিত জীবন সাহায্যের হাত বাড়ালে বেঁচে প্রাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর