Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ২০:৫৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জরুরি অবস্থা ঘোষণা করে দেশটিতে সামরিক আইন জারি করেছেন। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তি থেকে উদ্ভূত হুমকি মোকাবিলা এবং রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষায় এবং রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূল করতেই জরুরি সামরিক আইন ঘোষণা করছি।’

যদিও পারমাণবিক অস্ত্রে সজ্জিত চিরবৈরী প্রতিবেশী উত্তর কোরিয়ার কাছ থেকে সুনির্দিষ্ট কোনো হুমকির পরিপ্রেক্ষিতে এই সামরিক আইন জারি করা হয়েছে কি না, সেই বিষয়ে ভাষণে কিছু জানাননি ইউন সুক-ইওল। তবে সামরিক আইন জারির পেছনে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মুক্ত এবং সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক আইন জারির পদক্ষেপ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। বিরোধী দলগুলো সংসদীয় প্রক্রিয়া জিম্মি করে দেশকে সংকটের মাঝে ফেলে দিয়েছে।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর