Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

ঢাকা: সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় এই অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে তিন শতাধিক বাসা-বাড়ির ৫ শতাধিক গ্যাস বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্যাস বিল বকেয়ার জন্য পাঁচটি, অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টিসহ মোট ২৬টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফাইজা ওয়াশ কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

গ্যাস সংযোগ টপ নিউজ বিচ্ছিন্ন সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর