সুনামগঞ্জ: চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে জেলা আইনজীবীদের উদ্যোগে আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাড.আব্দুল হক, অ্যাড. মাসুক আলম, অ্যাড. এনাম আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের আইনজীবীরা নিরাপত্তাহীনতার আতঙ্কে সময় কাটাচ্ছে। আমরা দাবি জানাই আইনজীবীদের জন্য দ্রুত সুরক্ষা আইন করতে হবে। আইনজীবীদের জীবন ও পেশাগত ঝুঁকি রয়েছে সেটা অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই দেশের আইনজীবীরা আজ রুখে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হতে হবে।