Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:০১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০১:৪৩

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় আসেন পাকিস্তানের হাইকমিশনার। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তির পর ফিরোজায় অবস্থান করলেও বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বা বৈঠকের সুযোগ পাননি বেগম খালেদা জিয়া। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইদানিং মাঝে মধ্যে নিজ বাসায় বিদেশি কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সাক্ষাতের সময় কুশলাদী বিনিয়ম ও শারীরিক সুস্থতার বিষয়ের বাইরে দুই দেশের রাজনৈতিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টুকিটাকি আলাপ হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সারাবাংলা/এজেড/এসআর

খালেদা জিয়া পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর