Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কুবি করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:২৭

অভিযুক্ত শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী। ছবি: সারবাংলা।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী নারী শিক্ষার্থী অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, ‘গত রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী ক্যাম্পাসের পার্শ্ববর্তী নির্জন স্থানে জোরপূর্বক শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। এতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি।’

বিজ্ঞাপন

প্রক্টর অফিসে ভুক্তভোগী অভিযোগ করেন, ‘বায়েজিদ আহম্মেদ বাপ্পী তার অনুমতি ছাড়া ছবি তুলেছেন। উপস্থিত শিক্ষার্থী এবং সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম তার মোবাইল তল্লাশি করে ঘটনার সত্যতা পান। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম তদন্তের স্বার্থে তার মুঠোফোন জব্দ করেন।

হেনস্তার বিষয়ে জানতে চাইলে বায়েজিদ আহম্মেদ বাপ্পী বলেন, ‘আমি অভিযোগকারী শিক্ষার্থীকে পছন্দ করতাম এবং তাকে জোরপূর্বক নিয়ে যাইনি।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘প্রাথমিক সত্যতার ভিত্তিতে বায়েজিদকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি এবং তার ফোন জব্দ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী যেন অনিরাপদ বোধ না করেন, তা নিশ্চিত করতে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে বায়েজিদ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। অভিযোগপত্রটি আমরা প্রশাসন বরাবর পাঠিয়েছি।’

হল ত্যাগের ব্যাপারে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তির রুমে নতুন তালা দিয়েছি। সে হলে আসলে প্রক্টরিয়াল বডিকে অবগত করব।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

৫ নেতাকে সুখবর দিল বিএনপি
৭ জানুয়ারি ২০২৬ ২০:১১

আরো