Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের কর্মশালায় যা বললেন তারেক রহমান

স্পেশাল করসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা হয়।

কর্মশালায় ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে কী কী উদ্যোগ নেবে, তা কর্মশালায় উঠে আসে।

তারেক রহমান বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর ওপর জোর দেবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে জোর দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূলবোধ সর্ম্পকে প্রাথমিক পর্যায় থেকে ধারণা লাভ করে।’

তিনি বলেন, ‘যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতির কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে নিয়ে আসতে হবে। অনেক সময় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা দেয়। পাঠ্যবইয়ে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে। এতে দেশের বাইরে কর্মসংস্থানে সমস্যা হবে না। শিক্ষার্থীদের জন্য খোলাধুলা বাধ্যতামূলক করতে হবে। তাদের হাতের লেখা ও আর্টের প্রতি জোর দেওয়া হবে। ‘

নারীদের সাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে।’

বিজ্ঞাপন

নিরাপদ স্বাস্থ্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতনতা করতে হবে। প্রতিটি গ্রামে একাধিক পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশ নারীদের পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ হবে। কর্মসংস্থান বাড়ানো হবে।’

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বিএনপি

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর