Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় তথ্যমেলায় সরকারি সেবার তথ্য পেলেন ৭ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:১২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০১:০৮

বগুড়ায় তথ্যমেলার সমাপনী অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

বগুড়া: ‘তথ্যই শক্তি— জানব, জানাব, দুর্নীতি রুখব’— এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ার শহিদ খোকন পৌর শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী তথ্যমেলা। সাত হাজারেরও বেশি মানুষ এই মেলা থেকে সরকারি বিভিন্ন সেবার তথ্য পেয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে হোসনা আফরোজা বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সব দফতরকে স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে। জনগণকে সচেতন হতে হবে। নাগরিক সচেতন হয়ে তথ্য চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বগুড়ার আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় দুই দিনের এই মেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেয়েছেন সাত হাজারেরও বেশি নাগরিক।

তথ্যমেলার সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ৩০টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। মেলায় সর্বোচ্চ সেবাদাতা প্রতিষ্ঠান বিবেচিত হয় বাংলাদেশ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া। এ ছাড়া তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সহসভাপতি মিলন রহমান, তথ্যমেলা ২০২৪ উদ্‌যাপন উপকমিটির আহ্বায়ক মাছুদার রহমান হেলাল, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মঞ্জুর হোসেনসহ অন্যরা।

বিজ্ঞাপন

সন্ধ্যায় বগুড়ার সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস গ্রুপ সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক অনুষ্ঠিত হয়। মাছুদার রহমান হেলাল মেলায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য মেরাজুল হাসান মন্ডল ও নিভা রাণী সরকার।

সারাবাংলা/টিআর

তথ্যমেলা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর