Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির এক মঞ্চে উঠবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

জবি করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩

জবি সাংবাদিক জোটের মতবিনিময় সভায় এক মঞ্চে থাকবেন (বাঁ থেকে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি কোলাজ: সারাবাংলা

গণআন্দোলন-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বার্তা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোট এক মতবিনিময় সভা আয়োজন করেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলামসহ ১২ ছাত্রসংগঠনের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।

বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জবি সাংবাদিক সমিতি ও জবি রিপোর্টার্স ইউনিটি। তাদের আয়োজনে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সমাবেশে আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজীসহ অন্যরা।

সুবর্ণ আসসাইফ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রয়োজন। তাই সবাইকে ঐক্যের বার্তা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। আলোচনা সভাকে সফল করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করতে আমাদের এই উদ্যোগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, দেশ তথা মাতৃভূমি সবার আগে। দেশে বিশৃঙ্খল পরিবেশ রুখে সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। সবাইকে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে ও দেশের কল্যাণে নিজেদের ঐক্য গঠন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের এ আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সারাবাংলা/টিআর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি জবি সাংবাদিক জোট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্জুরুল ইসলাম রাকিবুল ইসলাম রাকিব হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর