নয়্যারের প্রথম লাল কার্ডে জার্মান কাপ থেকে বায়ার্নের বিদায়
৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮
নিজের দীর্ঘ ক্যারিয়ারে কখনোই লাল কার্ড দেখেননি তিনি। ক্যারিয়ারের অন্তিম প্রান্তে এসে সেই তিক্ত স্বাদই পেতে হলো কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে। জার্মান কাপের তৃতীয় রাউন্ডে তার লাল কার্ডের পর বেয়ার লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বায়ার্ন মিউনিখ।
২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ফুটবলের ৫০০ এর বেশি ম্যাচ ও জার্মানির হয়ে ১২৪ ম্যাচ খেললেও কখনোই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়নি নয়্যারকে। ৩৮ বছর বয়সী নয়্যার লেভারকুসেনের বিপক্ষে মাত্র ১৭ মিনিটেই লাল কার্ড দেখেছেন। লেভারকুসেনের জেরেমি ফ্রিমপংকে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান নয়্যারকে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন থেকেই গেছে। বায়ার্ন ফুটবলারদের বহু আপত্তির পরেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। এতেই ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।
হ্যারি কেইনের ইনজুরির কারণে আগেই দুর্বল হয়ে পড়া বায়ার্ন ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও জিততে পারেনি। ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন লেভারকুসেনের নাথান টেলা। এই হারে আরেকবার বায়ার্নের হয়ে শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল কেইনের।
এই মৌসুমে গত রাতের ম্যাচের আগে বুন্দেসলিগা ও জার্মান লিগে অপরাজিত ছিল বায়ার্ন। মৌসুমের প্রথম হারেই জার্মান কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
সারাবাংলা/এফএম