Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি নাগরিকদের ভিসা সহজীকরণ আদেশ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৩১

প্রতীকী ছবি

ঢাকা: পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশদ্ভূত যে কোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণ আদেশ বাতিল করেছে সরকার।

গত সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিবের সই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১১/০২/২০১৯ পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো। ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

পাকিস্তান বাংলাদেশ ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর