ছয় মাসের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির বড় পতন
৪ ডিসেম্বর ২০২৪ ১৪:১২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড পরিমাণ সর্বনিম্নে নেমে এসেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৭৪২৫ রুপিতে পৌঁছে। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় ১০৬ দশমিক ৫০। এর আগের দিন সোমবার রুপির দর ছিল ৮৪ দশমিক ৭০৫।
সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির শূন্য দশমিক ২৫ শতাংশ পতন ঘটে, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় পতন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
তবে মঙ্গলবারের দরপতনের পর আরবিআই-এর হস্তক্ষেপ এবং বিদেশি ব্যাংকগুলোর ডলার বিক্রির ফলে রুপির দর কিছুটা পুনরুদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রা বাজার এখন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর সুদের হার সিদ্ধান্ত এবং এই সপ্তাহের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের প্রতিবেদন প্রকাশের জন্য অপেক্ষা করছে।
এক মাসের ফরোয়ার্ড চুক্তি অনুযায়ী, বুধবার রুপি আগের দিনের ৮৪.৬৮৫০-এর কাছাকাছি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার শঙ্কা মুদ্রাবাজারে এই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে।
সে দেশের একজন শীর্ষস্থানীয় মুদ্রা ব্যবসায়ীর মতে, ‘রুপি ৮৪ দশমিক ৫০ থেকে বর্তমান স্তরে পৌঁছানো তুলনামূলকভাবে বড় কোনো বাধা ছাড়াই হয়েছে। এটি ইঙ্গিত করে যে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) হস্তক্ষেপ কম ছিল বা ডলারের চাহিদা অত্যধিক। উভয় ক্ষেত্রেই এটি রুপির জন্য উদ্বেগজনক একটি সংকেত।’
সারাবাংলা/আরএস