ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের নতুন কমিটির আত্মপ্রকাশ
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর গুলশান লেডিজ কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের ইনস্টলেশন সেরিমনি। ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। এতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরাত জাহানকে কলার পরিয়ে ও ক্লাবের চার্টার হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড-এর নবনির্বাচিত প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং ক্লাবের সকল সদস্যকে সমাজের প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ইনার হুইল-এর মূল উদ্দেশ্যে বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের পরিচিতি দেওয়া হয়। তারা ক্লাবের লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরাত জাহান তার দায়িত্ব গ্রহণের সময় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড সবসময়ই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, সমাজে সচেতনতা মূলক কার্যক্রমেও সোচ্চার আছে। আগামী দিনে আমরা আমাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’
এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিশেষ প্রকল্পের আওতায় আই-ট্রাস্ট হসপিটালকে আর্থিক অনুদান ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২টি প্রতিষ্ঠানকে ২টি কম্পিউটার প্রদান করা হয়। এছাড়াও নারী উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বিচিত্রা তিরকি ও মৃণালিনী দেবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড আন্তর্জাতিক সংস্থার অংশ- যা নারীদের উন্নয়ন এবং সমাজসেবার মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।
অনুষ্ঠান শেষে ক্লাব সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/এএসজি
ইনস্টলেশন সেরিমনি ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড ইসরাত জাহান গুলশান লেডিজ কমিউনিটি ক্লাব শাহানা আলম নির্ঝর সাবিনা ইয়াসমিন