Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিন্ময়কে কারাগারে পাঠানো নিয়ে সহিংসতায় আরেক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সহিংসতার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই ওয়ার্ড কাউন্সিলরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে নগর পুলিশের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি। মামলায় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।

মামলায় নগরীর আন্দরিকল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা জহর লাল হাজারিকে প্রথম ও জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক জিন্নাত সোহানা চৌধুরীকেও মামলায় অর্থযোগান দাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

মামলায় মোহাম্মদ উল্লাহ অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর বিকেল তিনটার দিকে তিনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা নিতে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন। বিকেল তিনটা ২৫ মিনিটের দিকে তিনি বাসায় ফেরার পথে সড়কে মামলায় এজাহারভুক্ত ২৯ জন আসামিসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন দেশিয় অস্ত্রসহ অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা তার মাথায় টুপি দেখে তাকে ‘শিবির ধর’ বলে ধাওয়া দেন। এ ঘটনায় তিনি ভীত হয়ে রঙ্গম কনভেনশন হলের গলিতে ঢুকে পড়েন।

এরপর বিকেল সাড়ে তিনটার দিকে রঙ্গম কনভেনশন হলের পাশে মেথরপট্টির সামনে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় তার পায়জামার পকেটে থাকা ছয় হাজার টাকা অভিযুক্ত দুজন কৌশলে ছিনিয়ে নেন। এরপর তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে নেওয়ার সময় সহিংসতার ঘটনায় এক ব্যবসায়ী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে দুইজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরের নামও আছে। এছাড়া মোহাম্মদ উল্লাহ মামলায় অভিযুক্তরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও ইসকন সমর্থক বলে উল্লেখ করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর